সর্বশেষ
প্রচ্ছদ / হাওরাঞ্চল / কিশোরগঞ্জ / মরিচখালি থেকে মিঠামইন পর্যন্ত নির্মিত হবে উড়াল সড়ক

মরিচখালি থেকে মিঠামইন পর্যন্ত নির্মিত হবে উড়াল সড়ক

নিজস্ব সংবাদদাতা : কিশোরগঞ্জের হাওরে নির্মিত হবে উড়াল সড়ক। উড়াল সড়ক নির্মাণ হলে শহর থেকে সরাসরি সারাবছর গাড়ি চলবে হাওরের ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম উপজেলায়। উড়াল সড়কটি কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার গুণধর ইউনিয়নের মরিচখালি থেকে হাওরের উপর দিয়ে মিঠামইন উপজেলা সদর পর্যন্ত নির্মাণ হবে।

আজ মঙ্গলবার (৩১ আগস্ট) উড়াল সড়ক নির্মাণের ভূমি অধিগ্রহণ ও পূর্ণবাসন পরিকল্পনা বিষয়ে ভূমি মালিকদের অবহিতকরণ সভা করিমগঞ্জ উপজেলার গুণধর ইউনিয়নের মরিচখালিতে অনুষ্ঠিত হয়।

কিশোরঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম এর সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন- কিশোরগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. মুজিবুল হক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন- কিশোরগঞ্জ-৪ সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিক, সেতু সচিব আবু বকর ছিদ্দীক।

আরও বক্তব্য রাখেন- পুলিশ সুপার মো. মাশরুকুর রহমান খালেদ, সেতু বিভাগের চিফ ইঞ্জিনিয়ার কাজী ফেরদৌস, প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) প্রফেসর খান মোহাম্মদ আমানুর, করিমগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. নাসিরুল ইসলাম খান, নিকলী উপজেলা পরিষদের চেয়ারম্যান এ.এম. রুহুল কুদ্দুস ভূঞা (জনি), কিশোরগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি মো. আনোয়ার হোসেন খান মোল্লা সুমনসহ প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *