নিজস্ব সংবাদদাতা : কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় রাস্তা প্রশস্থকরণ ও শক্তিশালী করণ প্রকল্প এর আওতায় পাকুন্দিয়া জিসি-মঠখোলা জিসি এর পুনর্বাসন কাজের ভিত্তি প্রস্তর স্থাপন কাজের উদ্বোধন করেন কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের সংসদ সদস্য সাবেক আইজিপি নূর মোহাম্মদ।
আজ বৃহস্পতিবার (১২ আগস্ট) দুপুরে পাকুন্দিয়া উপজেলার এগারসিন্দুর ইউনিয়নের এ কাজের উদ্বোধন করা হয়।
এর আগে এমপি নূর মোহাম্মদ একই ইউনিয়নের বাহাদিয়া হাই স্কুল থেকে মিরারটেক ও জামালপুর থেকে চামরাইদ সড়কের কাজের উদ্বোধন করেন।
ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রোজলিন শহীদ চৌধুরী, সহকারী কমিশনার (ভূমি) তানিয়া আক্তার, পাকুন্দিয়া উপজেলার স্থানীয় সরকার প্রকৌশলী মো. হাবিবুল্লাহ, ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স শাহীল এন্টারপ্রাইজ এর স্বত্ত্বাধিকারী বাদল রহমান, উপজেলা কৃষক লীগের সাবেক সভাপতি বাবুল আহমেদ, বুরুদিয়া ইউপি চেয়ারম্যান নাজমুল হুদা রুবেল, হোসেন্দী ইউপি চেয়ারম্যান মজিবুর রহমান হামদু, এগারসিন্দুর ইউনিয়ন আওয়ামী লীগ নেতা নূরুজ্জামান বাবুসহ প্রমুখ।
প্রায় ৯ কোটি ৩০ লাখ টাকা ব্যয়ে এলজিইডি স্বনামধন্য ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স শাহীল এন্টারপ্রাইজ এর মাধ্যমে রাস্তাগুলোর নির্মাণ কাজ বাস্তবায়ন করছে।