নিজস্ব সংবাদদাতা : কিশোরগঞ্জের করিমগঞ্জে আপন বড় ভাই ও ভাতিজাদের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন আব্দুল আলী খাঁ নামের এক ব্যক্তি।
গত ১৪ জুন বিকেলে করিমগঞ্জ উপজেলার কাদিরজঙ্গল ইউনিয়নের গাংগাইল পাঠানপাড়ায় এ ঘটনা ঘটে।
মামলা সুত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে জায়গা জমি নিয়ে আব্দুল আলী খাঁ ও আবু তাহের খাঁ এর মধ্যে বিরোধ চলছে। এর জের ধরে গত ১৪ জুন বিকেলে আব্দুল আলী খাঁর বসতবাড়ির পশ্চিম পাশ থেকে আবু তাহের খাঁ ও তার ছেলে মাটি কেটে নিয়ে যাচ্ছিল। এমন সময় আব্দুল আলী খাঁ বাধা দিলে আবু তাহের খাঁ ও তার ছেলে জাফর খাঁ দা ও শাবল দিয়ে আব্দুল আলী খাঁর উপর হামলা করে এবং আবু তাহের খাঁর স্ত্রী মোছা: জহুরা আক্তার লাঠি দিয়ে এলোপাতাড়ি পিঠাতে থাকে। এতে আব্দুল আলী খাঁর পেটের কয়েকটি রগ ছিড়ে যায়। এ সময় স্থানীয় এলাকাবাসী আব্দুল আলী খাঁকে গুরুতর আহত অবস্থায় কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়ে বাড়ি আসলে । গতকাল সোমবার (২৮ জুন) বিকেলে আব্দুল আলী খাঁ অসুস্থ বোধ করলে আবার কিশোরগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুমিনুল ইসলাম জানান, এ ঘটনার তিনজন আসামির মধ্যে দুইজন আসামি জামিনে আছে । অপর আসামিকে ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।