নিজস্ব সংবাদদাতা : কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলায় আগুনে পুড়ে ছাই হয়ে গেছে ৭ টি বসতঘর ও কয়েকশো মণ ধান । স্থানীয়রা বলছেন, এ অগ্নিকাণ্ডে প্রায় ৩০-৪০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
গতকাল বুধবার (২০ মে) রাত ২ টার অষ্টগ্রাম উপজেলার বাঙ্গালপাড়া ইউনিয়নের ভাটিনগর গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয় সুত্র জানায়, বুধবার রাত দুইটার দিকে স্থানীয় লোকজন ভাটিনগর গ্রামের কয়েকটি বাড়িতে আগুন দেখে নেভানোর চেষ্টা করে। কিন্তু এর মধ্যে সাতটি বসতঘর পুড়ে ছাই হয়ে যায় এবং চারটি বসত ঘরের আংশিক ক্ষতি হয় । সবগুলো বসতঘরের ঘোলায় ধান ছিল এবং কয়েকশো মণ ধান পুড়ে ছাই গেছে। স্থানীয়রা বলছেন, প্রায় ৩০-৪০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে ।
এ খবর শুনে সকাল ৯ টার দিকে ঘটনাস্থলে প্রথমেই ছুটে যান উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ফজলুল হক হায়দারী বাচ্চু । তিনি ব্যক্তিগত উদ্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে কিছু আর্থিক সহায়তা প্রদান করেন ।
তারপর বিকেলে ঘটনাস্থল পরিদর্শন করেন উপজেলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রফিকুল আলম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আলমাস উদ্দিন ও বাঙ্গালপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. এনামুল হক ভুঁইয়া ।
এ সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয় থেকে ক্ষতিগ্রস্ত প্রত্যেক পরিবারকে চাল, ডাল, আলু, লবণ, তেল ও কম্বল বিতরণ করা হয় ।
এছাড়া বাঙ্গালপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. এনামুল হক ভুঁইয়ার বিগত উদ্যোগে প্রত্যেক পরিবারে শাড়ি, লুঙ্গি ও গামছা দেওয়া হয়।