নিজস্ব সংবাদদাতা : ঝুমা আক্তার । বয়স ১১। স্থানীয় একটি স্কুলের ষষ্ঠ শ্রেণীর ছাত্রী। প্রায় সময় শখ করে চাচাতো ভাইয়ের বাইসাইকেল নিয়ে বাড়ির পাশের সড়কে চালায়। গতকাল রোববার (০৯ মে) দুপুরে ঝুমা বাইসাইকেল চালানোর সময় একই সড়ক দিয়ে নিজ বাড়িতে যাচ্ছিলেন কিশোরগঞ্জ-০২ আসনের সংসদ সদস্য নূর মোহাম্মদ (সাবেক আইজিপি) । তখন এমপি নূর মোহাম্মদ ঝুমাকে ডেকে কাছে এনে জিজ্ঞেস করলেন, তোমার নাম কি? কোন ক্লাসে পড়ো? ঝুমার উত্তর পেয়ে এমপি নূর মোহাম্মদ বললেন, তোমাকে একটি ছোট বাইসাইকেল কিনে দেব এবং সেটা চালিয়ে তুমি স্কুলে যাবে।
খোঁজ নিয়ে জানা যায়, কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার চাঁন্দপুর ইউনিয়নের ভরাটিয়া বন্দেরবাড়ি গ্রামের ভ্যান চালক হাইদুল ইসলামের মেয়ে ঝুমা আক্তার। ঝুমা প্রায় সময় শখ করে চাচাতো ভাইয়ের বাইসাইকেল নিয়ে বাড়ির পাশের সড়কে চালায়। শখ থেকেই সাইকেল চালানো শিখিছে ঝুমা।
ঝুমা আক্তার বাবা হাইদুল ইসলাম জানান, নতুন বাইসাইকেল পাবে শুনার পর থেকে খুব খুশি ঝুমা।
ঝুমা বলেন, এমপি স্যার আমাকে নতুন সাইকেল দিলে, করোনা পর স্কুল খুললে প্রতিদিন সাইকেল চালিয়ে স্কুলে যামু।
এদিকে ঝুমা আক্তারকে বাইসাইকেল কিনে দিবেন কিশোরগঞ্জ-০২ আসনের সংসদ সদস্য নূর মোহাম্মদ এমন একটি প্রতিশ্রুতি দেবার ভিডিও ফেসবুকে ভাইরাল হয়েছে।