সর্বশেষ
প্রচ্ছদ / হাওরাঞ্চল / কিশোরগঞ্জ / কটিয়াদীতে মসজিদের নামকরণ নিয়ে সংঘর্ষ, আহত ৭

কটিয়াদীতে মসজিদের নামকরণ নিয়ে সংঘর্ষ, আহত ৭

নিজস্ব সংবাদদাতা : কুয়েত চ্যারিটির অর্থায়নে সংস্কারাধীন একটি মসজিদের নামকরণ নিয়ে দুইপক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত ৭ জন আহত হয়েছেন।

আজ বৃহস্পতিবার দুপুরে কিশোরগঞ্জ-নরসিংদীর সীমান্তবর্তী কিশোরগঞ্জ জেলার চর নোয়াকান্দি বেড়িবাঁধ এলাকায় দুই দল মুসল্লির মধ্যে সংঘর্ষ ও বাড়িঘরে হামলার ঘটনা ঘটেছে।

এ সময় দুইপক্ষের অন্তত ৭ জন মুসল্লি আহত এবং কয়েকটি বাড়িঘর ভাংচুরের ঘটনা ঘটে।

আহতদের মধ্যে কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার চর নোয়াকান্দি গ্রামের আবদুল হাফিজ (৬৫), বাবুল মিয়া (৪০) এবং পার্শ্ববর্তী নরসিংদী জেলার মনোহরদী উপজেলার চর মান্দালিয়া গ্রামের আসাদ মিয়াকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা গেছে, কুয়েত চ্যারিটির অর্থায়নে কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার সীমান্তবর্তী জালালপুর ইউনিয়নের চর নোয়াকান্দি মৌজার বেড়িবাঁধ এলাকায় অবস্থিত একটি পুরাতন জরাজীর্ণ মসজিদ সংস্কার করে নতুনভাবে আধুনিক মসজিদ নির্মাণ কাজ শেষপর্যায়ে রয়েছে।

আর এ মসজিদটির নামকরণ নিয়ে কটিয়াদী উপজেলার চর নোয়াকান্দি এবং পার্শ্ববর্তী মনোহরদী উপজেলার চর মান্দালিয়া গ্রামের মুসল্লিদের মধ্যে বিরোধ চরম আকার ধারণ করে।

বৃহস্পতিবার দুপুরে জোহরের নামাজের সময় মসজিদের নামকরণ নিয়ে কথাকাটাকাটির জেরে চর নোয়াকান্দি গ্রামের হাফিজ উদ্দিন এবং চর মান্দালিয়া গ্রামের জয়নাল মিয়ার নেতৃত্বে দুই দল মুসল্লি মুখোমুখি হলে এ সংঘর্ষ ও বাড়িঘরে হামলার ঘটনা ঘটে।

কটিয়াদী মডেল থানার ওসি শাহাদাৎ হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *