নিজস্ব সংবাদদাতা : প্রেস ইন্সটিটিউট বাংলাদেশ (পিআইবি) এর উদ্যোগে কিশোরগঞ্জে জেলা ও উপজেলা পর্যায়ের সাংবাদিকদের তিন দিনব্যাপী প্রশিক্ষণ শেষ হয়েছে। মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) ছিল এই প্রশিক্ষণের সমাপনী দিন।
এর আগে রোববার (৭ ফেব্রুয়ারি) সকাল থেকে সদরের সৈয়দ আশরাফুল ইসলাম স্মৃতি মিলনায়তনে জেলায় কর্মরতদের জন্য সাংবাদিকতায় অনুসন্ধানমূলক রিপোর্টিং এবং জেলা শিল্পকলা একাডেমিতে জেলার ইটনা, মিঠামইন, অষ্টগ্রাম, কটিয়াদী ও করিমগঞ্জ উপজেলার সাংবাদিকরা সাংবাদিকতায় বুনিয়াদি প্রশিক্ষণ নেন।
মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) প্রশিক্ষণের সমাপনী দিনে পৃথক স্থানে সনদপত্র বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পিআইবি এর মহাপরিচালক জাফর ওয়াজেদ।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যথাক্রমে কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনের সংসদ সদস্য ও রাষ্ট্রপতির ছেলে প্রকৌশলী রেজওয়ান আহাম্মদ তৌফিক এবং জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম।
অনুসন্ধানমূলক প্রশিক্ষণে পিআইবির প্রশিক্ষক পারভীন সুলতানা রাব্বী ও বুনিয়াদি প্রশিক্ষণে সহকারী প্রশিক্ষক নাসিমুল আহসান সমন্বয়কের দায়িত্ব পালন করেন।
দুটি প্রশিক্ষণেই ৩৫ জন করে মোট ৭০ জন সাংবাদিক অংশ নেন।