নিজস্ব সংবাদদাতা : দীর্ঘ সোয়া ৫ ঘন্টা পর ভৈরব-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল শুরু হয়েছে।
আজ সোমবার বিকেল সোয়া ৩ টা থেকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। কুলিয়ারচর-ভৈরব এলাকার ছয়সুতী রেলস্টেশনের কাছে মালবাহী ট্রেনের একটি বগির ৪ টি চাকা লাইনচ্যুত হয়ে পড়লে এতক্ষণ ট্রেন চলাচল বন্ধ ছিল।
ভৈরব রেলস্টেশনের স্টেশন মাস্টার একেএম কামরুজ্জামান জানান, জামালপুর থেকে রেলওয়ের যন্ত্রাংশ নিয়ে মালবাহী একটি ট্রেন ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া ইমামবাড়ি স্টেশনে যাচ্ছিল। কিন্তু সকাল ১০ টার দিকে কুলিয়ারচর-ভৈরব এলাকার ছয়সুতী রেলস্টেশনের কাছে মালবাহী ট্রেনের একটি বগির ৪ টি চাকা লাইনচ্যুত হয়ে পড়লে ভৈরব-ময়মনসিংহ রুটে প্রায় সোয়া ৫ ঘন্টা ট্রেন চলাচল বন্ধ থাকে।
তিনি আরও জানান, আখাউড়া থেকে উদ্ধারকারী ট্রেন দুপুর দেড়টার দিকে ঘটনাস্থলে এসে উদ্ধার শুরু করে এবং প্রায় এক ঘন্টা উদ্ধার কাজ করে লাইনচ্যুত ৪টি চাকা ও বগি উদ্ধার করে।