সর্বশেষ
প্রচ্ছদ / হাওরাঞ্চল / কিশোরগঞ্জ / “জাতির পিতার অবদান ও বর্তমান সময়ে করণীয়” শীর্ষক আলোচনা সভা

“জাতির পিতার অবদান ও বর্তমান সময়ে করণীয়” শীর্ষক আলোচনা সভা

করিমগঞ্জ প্রতিনিধি : মহান বিজয় দিবস উপলক্ষে কিশোরগঞ্জের করিমগঞ্জে এডুকেশন এইড শিক্ষা পরিবারের আয়োজনে “বাংলাদেশ সৃষ্টিতে বাঙালি জাতির পিতার অবদান ও বর্তমান সময়ে আমাদের করণীয়” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আজ বুধবার (১৬ ডিসেম্বর) দুপুরে করিমগঞ্জ উপজেলার গুণধর ইউনিয়নের মরিচখালি বাজার সংলগ্ন রোজ ফ্লাওয়ার কিন্ডার গার্টেনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এ অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাবেক সদস্য মো. রফিকুল ইসলাম রাসেল।
মো. তরিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মো. এরশাদ উদ্দিন। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন কিশোরগঞ্জ জেলা ছাত্রলীগ সাবেক ছাত্রবৃত্তি বিষয়ক সম্পাদক মো. ইমতিয়াজ খান রুমান।

বক্তারা বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ বুকে ধারণ করে তরুন সমাজকে এগিয়ে আসতে হবে।তরুণ সমাজের হাত ধরেই বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বাস্তবায়িত হবে।

এছাড়াও অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন গুণধর ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক মো. সিরাজুল ইসলাম, নানশ্রী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. নজরুল ইসলাম, ইডেন কিন্ডার গার্টেনের পরিচালক মো. শফিকুল ইসলাম ও হুমায়ুন ।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *