সর্বশেষ
প্রচ্ছদ / হাওরাঞ্চল / কিশোরগঞ্জ / মিঠামইনে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত

মিঠামইনে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত

নিজস্ব সংবাদদাতা : কিশোরগঞ্জের হাওরের মিঠামইনে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে।

আজ বুধবার (১৬ ডিসেম্বর) সকালে উপজেলা শিল্পকলা একাডেমীর চত্বরে শহীদ বেদিতে ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিক। তারপর উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামী লীগসহ অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দরা পুষ্পস্তবক করেন। এরপর উপজেলা পরিষদ চত্বরে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।

এছাড়া মুক্তিযুদ্ধে সকল শহীদ, বীর মুক্তিযোদ্ধাদের স্মরণে এক আলোচনার সভার আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রভাংশু সোম মহানের সভাপতিত্বে এ আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিক।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- মিঠামইন উপজেলা পরিষদের চেয়ারম্যান আছিয়া আলম, সহকারী কমিশনার (ভূমি) আলীনূর খান, মিঠামইন থানার ভারপ্রাপ্ত কর্মকর্ত (ওসি) জাকির রব্বানী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সমীর কুমার বৈষ্ণবসহ প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *