নিজস্ব সংবাদদাতা : কিশোরগঞ্জে স্কুলছাত্র তোফায়েল হত্যা মামলায় এক নারীর মৃত্যুদণ্ড ও অপর এক নারীর যাবজ্জীবন কারাদন্ডের আদেশ দিয়েছে আদালত । এছাড়া সাাজাপ্রাপ্ত প্রত্যেককে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে ।
আজ রবিবার দুপুরে কিশোরগঞ্জের ১ নম্বর অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এ রায় দেন ।
এ মামলার মোট ৩ আসামীর মধ্যে যাবজ্জীবন কারাদন্ডপ্রাপ্ত আসামী রিনা আক্তার আদালতে উপস্থিত থাকলেও মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামী জুয়েনা আক্তার পলাতক রয়েছে । সাজাপ্রাপ্ত আসামিরা শহরের বত্রিশ এলাকার দুলাল ভুইয়ার স্ত্রী ও কন্যা ।
মামলার বিবরণ থেকে জানা যায়, ২০১২ সালের ১০ মার্চ কিশোরগঞ্জের বত্রিশ আখড়ায় পুজা দেখতে গেলে নিহত তোফায়েল ও শিশু আসামী রাসেল ভুইয়ার সাথে কথা কাটাকাটি হয় এর জের ধরে এক পর্যায়ে তোফায়েলকে আসামীরা লাঠি দিয়ে আঘাত করলে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন । এ ঘটনায় নিহতের বাবা আওলাদ হোসেন বাদী হয়ে কিশোরগঞ্জ সদর থানায় ৩জনকে আসামী করে হত্যা মামলা দায়ের করেন । অপর আসামী রাসেল ভুইয়া (১২) বয়স কম থাকায় নারী শিশু নির্যাতন দমন আদালতে মামলাটি বিচারধীন ।
মামলার তদন্ত কর্মকর্তা এসআই আহসান হাবীব মামলার ৩ আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। দীর্ঘ শুনানী শেষে বিচারক আজ এ রায় প্রদান করেন । বাদী পক্ষে ছিলেন এড. আবু সাইদ ইমাম , আসামী পক্ষের আইনজীবী ছিলেন এড. ক্ষীতিশ দেবনাথ ।