নিজস্ব সংবাদদাতা : কিশোরগঞ্জের কটিয়াদি উপজেলার বনগ্রাম ইউনিয়নের জামষাইট গ্রামে একই পরিবারের তিনজনকে লোমহর্ষক হত্যার ঘটনায় নিহতের ছোটভাই দ্বীন ইসলামকে প্রধান আসামী করে কটিয়াদী থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।
শুক্রবার (৩০ অক্টোবর) রাত ৯টায় কিশোরগঞ্জ পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, নিহত আসাদ মিয়ার বড় ছেলে তোফাজ্জল বাদী হয়ে সন্দেহজনক ৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা কয়েকজনের বিরুদ্ধে কটিয়াদি থানায় শুক্রবার রাতে একটি হত্যা মামলা দায়ের করেছেন। পুলিশ সুপার আরও জানান, আগামীকাল শনিবার দুপুরের দিকে আসামীদের কোর্টে হাজির করা হবে। এর আগে শুক্রবার দুপুর ২ টায় বড়ভাই-ভাবি ও ভাতিজাকে হত্যার কথা স্বীকার করেছেন ছোট ভাই দ্বীন ইসলাম।
উল্লেখ্য, বৃহস্পতিবার (২৯ অক্টোবর) মো. আসাদ মিয়া (৫৫), তার স্ত্রী পারভিন (৪৫) ও তাদের আট বছর বয়সি ছেলে লিয়নকে নৃশংসভাবে হত্যা করা হয়। হত্যার পর বাড়ির পেছনে তাদের মাটি চাপা দেওয়া হয়। রাত সাড়ে ১০টার দিকে একই গর্ত থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।