সর্বশেষ
প্রচ্ছদ / হাওরাঞ্চল / কিশোরগঞ্জ / মিঠামইনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে শিশুসহ দগ্ধ ৯, গুরুত্বর আহত ৪

মিঠামইনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে শিশুসহ দগ্ধ ৯, গুরুত্বর আহত ৪

নিজস্ব সংবাদদাতা : কিশোরগঞ্জের হাওর অধ্যুষিত মিঠামইন উপজেলার কাটখাল গ্রামে গ্যাস সিলিন্ডারের আগুনে একই পরিবারের নয়জন দগ্ধ হয়েছে। আজ  দুপুরে রান্না করার সময় গ্যাসের পাইপের লিক থেকে গ্যাস পুরো ঘরে ছড়িয়ে পড়লে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। দগ্ধ সবাইকে ভাগলপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে পাঠানো হয়েছে ।

আজ দুপুরে কাটখালের হাজীপাড়ায় সিলিন্ডার গ্যাসের পাইপের লিক থেকে গ্যাস পুরো ঘরে ছড়িয়ে পড়ে এ সময় সিপাইনেছা রান্না করার জন্য দিয়াশলাই এর কাঠি দিয়ে আগুন জ্বালায়। এ সময় সাথে সাথে সিলিন্ডার গ্যাসের বিস্ফোরণ ঘটে । সিলিন্ডারের আগুন ঘরে ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন অগ্নিদগ্ধদের  উদ্ধার করে এবং আগুন নেভায়। এতে আবদুস সালামের স্ত্রী সিপাই নেছা, দুই ছেলে কামাল ও আনোয়ার, জুয়েনা, মেয়ে তাসলিমা, দুই নাতি উম্মে হাবিবা (দেড় মাস), উম্মে হানি (২বছর ৬ মাস) ও পারভীনসহ নয়জন অগ্নিদগ্ধ হয়। অগ্নিদগ্ধ নয়জনের মধ্যে ৪ জনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।

ভাগলপুর জহুরুল মেডিকেল কলেজ হাসপাতাল ইমার্জেন্সি মেডিকেল অফিসার ডা: আবু বক্কর সিদ্দিক বলেন, তাদের প্রথমে বাজিতপুরের ভাগলপুর জহুরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *