নিজস্ব সংবাদদাতা : কিশোরগঞ্জের ভৈরবে গাঁজার চালান ছেড়ে দেওয়ার অভিযোগে এক উপ-পরিদর্শক ও এক পুলিশ সদস্যকে ক্লোজড করা হয়েছে।
আজ বৃহস্পতিবার রাতে কিশোরগঞ্জের পুলিশ সুপার মো. মাশরুকুর রহমান খালেদ এ তথ্য নিশ্চিত করেছেন।
অভিযুক্ত পুলিশ সদস্যরা হলেন, ভৈরব থানার এসআই দেলোয়ার হোসেন ও গাড়িচালক কনস্টেবল মো. মামুন। পুলিশ সুপার ঘটনাটি অবহিত হওয়ার পর বৃহস্পতিবার দুপুরে দুই পুলিশকে কিশোরগঞ্জ পুলিশ লাইনে ক্লোজ করেন এবং তিনজন কনস্টেবলকে তার কার্যালয়ে তলব করেন।
তারা হলেন, কনস্টেবল আমিনুল ইসলাম, জামাল উদ্দিন ও রাজীবুল ইসলাম।
পুলিশ সুপারের কার্যালয় থেকে নির্দেশ আসার পর ক্লোজড হওয়া দুজন ভৈরব থানা থেকে রিলিজ হয়ে পুলিশ লাইনে যোগদান করেছেন বলে জানা গেছে।
তবে অভিযোগ উঠেছে, গতকাল বুধবার সকালে ঢাকা-সিলেট মহাসড়কের ভৈরব সড়ক সেতুর নাটাল মোড়ে একটি গাড়ি তল্লাশি করে সাত কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করে তারা। এ সময় গাঁজা রেখে মাদক ব্যবসায়ীকে ছেড়ে দেয় পুলিশ।
পরবর্তীতে এসআই দেলোয়ার হোসেন ও গাড়িচালক কনস্টেবল মো. মামুন উদ্ধারকৃত গাঁজা গোপনে বিক্রি করে দেয়।