সর্বশেষ
প্রচ্ছদ / হাওরাঞ্চল / কিশোরগঞ্জ / কিশোরগঞ্জে একদিনে সর্বোচ্চ ৮৬ জনের করোনা পজেটিভ শনাক্ত, মোট শনাক্ত ১০৮৩ জন

কিশোরগঞ্জে একদিনে সর্বোচ্চ ৮৬ জনের করোনা পজেটিভ শনাক্ত, মোট শনাক্ত ১০৮৩ জন

নিজস্ব সংবাদদাতা : কিশোরগঞ্জে একদিনে সর্বোচ্চ ৮৬জনের করোনা পজেটিভ শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত ১০৮৩ জন। নতুন করোনা শনাক্তদের মধ্যে কিশোরগঞ্জ সদর উপজেলায় ২২ জন, হোসেনপুর উপজেলায় ৩ জন, করিমগঞ্জ উপজেলায় ৫ জন, তাড়াইল উপজেলায় ২ জন, পাকুন্দিয়া উপজেলায় ১ জন, কটিয়াদী উপজেলায় ৭ জন, কুলিয়ারচর উপজেলায় ১৫ জন, ভৈরব উপজেলায় ২৪ জন, নিকলী উপজেলায় ৩ জন ও বাজিতপুর উপজেলায় ৪ জন রয়েছেন। আর এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৩৬২ জন ও মৃত্যু ১৮ জন।

বুধবার (১৮ জুন) রাত ১২ টা ২৬ মিনিটে কিশোরগঞ্জের সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

গত ১০ জুন তারিখের ২৩৬ জনের নমুনা মহাখালীর ইনস্টিটিউট অব পাবলিক হেলথ (আইপিএইচ) এবং ১১ জুন ও ১৪ জুন সংগৃহীত ৯২ জনের নমুনা কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে পরীক্ষা করা হয়।

দু’টি ল্যাবে মোট ৩৩০ জনের নমুনা পরীক্ষা করে নতুন করে ৮৬ জনের করোনা শনাক্ত হয়েছে।

কিশোরগঞ্জের বিভিন্ন উপজেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে : কিশোরগঞ্জ সদর উপজেলার ১৮৬ জন, হোসেনপুর উপজেলার ২৫ জন, করিমগঞ্জ উপজেলায় ৭৬ জন, তাড়াইল উপজেলায় ৬৪ জন, পাকুন্দিয়ায় উপজেলায় ৪৯ জন, কটিয়াদী উপজেলায় ৫৮ জন, কুলিয়ারচর উপজেলায় ৭৭ জন, ভৈরব উপজেলায় ৪১১ জন, নিকলী উপজেলায় ১৭ জন, বাজিতপুর উপজেলায় ৬৩ জন, ইটনা উপজেলায় ২৪ জন, মিঠামইন উপজেলায় ২৭ জন ও অষ্টগ্রাম উপজেলায় ৬ জন ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *