নিজস্ব সংবাদদাতা : কিশোরগঞ্জের নতুন করোনা পজেটিভ ভৈরবে ৪২ জন ও কটিয়াদী ৩ জন। এ নিয়ে মোট করোনা শনাক্ত ৬০২ জন। আর এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ২২১ জন ও মৃত্যু ১৫ জন।
শনিবার (০৬ জুন) রাত পৌনে ১১টার দিকে কিশোরগঞ্জের সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
গত ৩১ মে ও ৩ জুন সংগৃহীত মোট ১২৫ জনের নমুনার মধ্যে ৪৫ জনের করোনা শনাক্ত হয়েছে। শুক্রবারও গত ৩ জুনের ১২০ জনের নমুনার মধ্যে ২২ জনের করোনা শনাক্ত হয়েছিল। এসব শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষা করা হয়।
কিশোরগঞ্জের বিভিন্ন উপজেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে : কিশোরগঞ্জ সদর উপজেলা ৮২ জন, হোসেনপুর ১৩ জন, করিমগঞ্জ ৪৪, তাড়াইল ৫০, পাকুন্দিয়া ২৯ জন, কটিয়াদী ২৭ জন, কুলিয়ারচর ২২ জন, ভৈরব ২৪২, নিকলী ১০, বাজিতপুর ৩৭, ইটনা ১৭, মিঠামইন ২৫ ও অষ্টগ্রাম ৪ জন।