নিজস্ব সংবাদদাতা : কিশোরগঞ্জে নতুন আরো ২৯ জনের করোনা পজেটিভ শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট শনাক্ত ৪০৪ জন। নতুন শনাক্তদের মধ্যে কিশোরগঞ্জ সদর উপজেলা ১০ জন, করিমগঞ্জ ৪ জন, পাকুন্দিয়া ১ জন ও ভৈরব উপজেলায় ১৪ জন। আর এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ২০৮ জন ও মৃত্যু ১১ জন।
মঙ্গলবার (০২ জুন) রাত সোয়া ১১ টার দিকে কিশোরগঞ্জের সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
গত ২৮ মে সংগৃহীত মোট ১৭৭ জনের নমুনার মধ্যে ২৩ জনের করোনা শনাক্ত হয়েছে।
গত ৩০ মে সংগৃহীত মোট ৪৪ জনের নমুনার মধ্যে ০৬ জনের করোনা শনাক্ত হয়েছে। শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে প্রথমবার কিশোরগঞ্জ সদর উপজেলার ৪৪ টি নমুনা পরীক্ষা করা হয়।
কিশোরগঞ্জের বিভিন্ন উপজেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে : কিশোরগঞ্জ সদর উপজেলা ৫২, হোসেনপুর ১৩, করিমগঞ্জ ৩২, তাড়াইল ৪১, পাকুন্দিয়া ১৭, কটিয়াদী ১৯, কুলিয়ারচর ১৪, ভৈরব ১৪২, নিকলী ৫, বাজিতপুর ২৯, ইটনা ১২, মিঠামইন ২৫ ও অষ্টগ্রাম ৩ জন।