নিজস্ব সংবাদদাতা : করোনা ভাইরাস বিস্তার রোধে কারাগারগুলোতে ভিড় কমাতে কিশোরগঞ্জ জেলা কারাগার থেকে স্বল্প মেয়াদে সাজাপ্রাপ্ত ১৯ জন বন্দিকে মুক্তি দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
আজ রোববার (০৩ মে) সন্ধ্যায় কিশোরগঞ্জ জেলা কারাগারের জেল সুপার মো. বজলুর রশিদ এ তথ্য নিশ্চিত করেছেন।
কিশোরগঞ্জ জেলা কারাগারের জেল সুপার মো. বজলুর রশিদ জানান, আমরা তালিকা করে ৩১৫ জন বন্দির তালিকা করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠাই। পরে স্বরাষ্ট্র মন্ত্রণালয় আজ সন্ধ্যায় স্বল্প মেয়াদে সাজাপ্রাপ্ত ১৯ জন বন্দির মুক্তির আদেশ দেয়। আমরা ১৯ জনকে মুক্তি দিয়েছি।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় আদেশে উল্লেখিত, সর্বোচ্চ এক বছর পর্যন্ত লঘুদন্ডে দন্ডিত সাজাভোগরত কয়েদিদেরকে মুক্তি প্রদানের লক্ষে ফোজদারি কার্যবিধির ৪০১(১) ধারার প্রদত্ত ক্ষমতাবলে সরকার কর্তৃক তাদের অবশিষ্ট কারাদন্ড মওকুফ করা হয়েছে।