সর্বশেষ
প্রচ্ছদ / হাওরাঞ্চল / কিশোরগঞ্জ / কুলিয়ারচরে করোনায় আক্রান্ত এক ব্যবসায়ীর মৃত্যু

কুলিয়ারচরে করোনায় আক্রান্ত এক ব্যবসায়ীর মৃত্যু

নিজস্ব সংবাদদাতা : কিশোরগঞ্জের কুলিয়ারচরে করোনায় আক্রান্ত এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।

আজ বৃহস্পতিবার সকাল ৮টার দিকে উপজেলার মাতুয়ারকান্দা গ্রামের নিজবাড়িতে তিনি মারা যান।

নিহত মোস্তফা মিয়ার(৬০) বাবার নাম মৃত হাবিবুর রহমান। তিনি স্থানীয় বাজারের একজন মুদি ব্যবসায়ী ছিলেন।

১৫ এপ্রিল পার্শ্ববর্তী বাজিতপুর উপজেলায় তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকায় পাঠানোর পর ১৭ এপ্রিল রিপোর্টে তার করোনাভাইরাস পজিটিভ জানা যায়।

কিশোরগঞ্জের সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ১৭ এপ্রিল ওই ব্যক্তির করোনা পজিটিভ রিপোর্ট আসার পর থেকে তিনি নিজ বাড়িতেই আইসোলেশনে ছিলেন। হঠাৎ করে তার শারীরিক অবস্থার অবনতি ঘটে এবং তিনি মারা যান।
এ নিয়ে কিশোরগঞ্জ জেলায় করোনায় আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ৪ জন।এর আগে জেলায় এক শিশুসহ তিনজন মারা যায়। তিনজনই মারা যাওয়ার পর নমুনা পরীক্ষায় কোভিড-১৯ পজিটিভ জানা যায়।

এর আগে মারা যাওয়া তিনজন হলেন-করিমগঞ্জ উপজেলার জঙ্গলবাড়ি মুসলিমপাড়া গ্রামের সেলিম মিয়া (৪৬), কিশোরগঞ্জ জেলা শহরের বড়বাজার টেনু সাহার গলি এলাকার নিতাই (৬০) এবং হোসেনপুর উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের দক্ষিণ পানান গ্রামের ১০ বছর বয়সী শিশু মিজান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *