সর্বশেষ
প্রচ্ছদ / হাওরাঞ্চল / কিশোরগঞ্জ / করোনায় আক্রান্ত ভৈরব থানার এসআই চাঁন মিয়া সুস্থ হয়ে বাড়ি

করোনায় আক্রান্ত ভৈরব থানার এসআই চাঁন মিয়া সুস্থ হয়ে বাড়ি

নিজস্ব সংবাদদাতা : কিশোরগঞ্জে করোনাভাইরাস আক্রান্ত এক পুলিশ সুস্থ হয়ে উঠেছেন। মো. চাঁন মিয়া নামে পুলিশ ভৈরব থানার উপ-পরিদর্শক (এসআই)।
আজ মঙ্গলবার (২৮ এপ্রিল) তাকে ছাড়পত্র দেওয়া হয় এবং তিনি ময়মনসিংহ জেলার মুক্তাগাছা থানার নান্দীবাড়ির নিজ বাড়িতে ফিরেছেন।

কিশোরগঞ্জের পুলিশ সুপার কার্যালয় সুত্র জানায়, গত ৯ এপ্রিল ভৈরব থানার উপ-পরিদর্শক (এসআই) মো. চাঁন মিয়া হঠাৎ শ্বাসকষ্ট অনুভব করলে ওইদিন ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মাধ্যমে নমনু সংগ্রহ করে ঢাকার আইইডিসিআর-এ পাঠানো হয়। পরদিন ১০ এপ্রিল নমুনা রেজাল্ট পজেটিভ আসে এবং ওইদিন বিকেলে ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরো দুইবার নমুনা পরীক্ষায় নমুনা রেজাল্ট নেগেটিভ আসে। তাই ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষ আজ চাঁন মিয়াকে ছাড়পত্র দিয়ে বাড়ি পাঠায় এবং আগামী আরও ১০দিন হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *