সর্বশেষ
প্রচ্ছদ / হাওরাঞ্চল / কিশোরগঞ্জ / প্যানেলের মাধ্যমে শিক্ষক নিয়োগের দাবিতে কিশোরগঞ্জে মানববন্ধন

প্যানেলের মাধ্যমে শিক্ষক নিয়োগের দাবিতে কিশোরগঞ্জে মানববন্ধন

নিজস্ব সংবাদদাতা : প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক-২০১৮ এর মৌখিক পরীক্ষায় অংশগ্রহণকারী সবাইকে প্যানেলের মাধ্যমে সরাসরি নিয়োগের জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করে মানববন্ধন করেছে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ প্যানেল বাস্তবায়ন কমিটি নামের একটি সংগঠন।

আজ সোমবার সকাল সাড়ে ১০টায় ঘণ্টাব্যাপী কিশোরগঞ্জ পরম চত্বরে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধন শেষে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

এ সময় বক্তব্য দেন প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ প্যানেল বাস্তবায়ন কমিটির কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি রাশেদ আহমেদ শিশির, সাধারণ সম্পাদক মাকসুদ আহমেদ এখলাস, প্রচার সম্পাদক রুপক দেবসহ প্রমুখ।

বক্তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতিমধ্যে ঘোষণা দিয়েছেন ‘মুজিববর্ষে কেউ বেকার থাকবেনা’।

আমরা সেই ঘোষণাটির প্রতি শ্রদ্ধাশীল। ঘরে ঘরে চাকরিদানের যে প্রতিশ্রুতি প্রধানমন্ত্রী দিয়েছিলেন, এই ৩৭ হাজার চাকরি প্রার্থীকে প্যানেলের মাধ্যমে নিয়োগ দিলেই মমতাময়ী মায়ের সেই প্রতিশ্রুতি অনেকাংশে বাস্তবায়িত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *