সর্বশেষ
প্রচ্ছদ / হাওরাঞ্চল / কিশোরগঞ্জ / অনুসন্ধানী সাংবাদিকতায় রাষ্ট্র থেকে দুর্নীতি কমে যাবে

অনুসন্ধানী সাংবাদিকতায় রাষ্ট্র থেকে দুর্নীতি কমে যাবে

নিজস্ব সংবাদদাতা : বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ মমতাজ উদ্দিন আহমেদ সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, অনুসন্ধানী সাংবাদিকতার মাধ্যমে সমাজের দুর্নীতির চিত্র তুলে ধরতে হবে। এতে রাষ্ট্র থেকে দুর্নীতি কমে যাবে, স্বচ্ছতা বেড়ে যাবে। অনুসন্ধানী সাংবাদিকতা রাষ্ট্রের কল্যাণ বয়ে আনে। এ জন্য সরকার তথ্য অধিকার আইন বাস্তবায়নে কাজ করছে। কারণ, রাষ্ট্রের মালিক জনগণ। জনগণের অধিকার আছে তথ্য জানার। তবে জনগণকে সঠিক তথ্য জানাতে সাংবাদিকদের দায়িত্ববোধ থেকে, বিবকে থেকে কাজ করতে হবে।

আজ বৃহস্পতিবার দিনব্যাপী কিশোরগঞ্জে ‘সাংবাদিকতার নীতিমালা, অনুসন্ধানী সাংবাদিকতায় লক্ষণীয় বিষয়সমূহ ও তথ্য অধিকার আইন অবহিতকরণ’ শীর্ষক জেলায় কর্মরত সাংবাদিকদের অংশগ্রহণে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ মমতাজ উদ্দিন আহমেদ এসব কথা বলেন।

জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এই কর্মশালার উদ্বোধক ছিলেন তিনি।

কর্মশালায় প্রধান অতিথি ছিলেন কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনের সংসদ সদস্য প্রকৌশলী রেজওয়ান আহাম্মদ তৌফিক। এতে তথ্য অধিকার আইন ২০০৯ ও সাংবাদিকতার নীতিমালা বিষয়ে বক্তব্য রাখেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব মো. শাহ আলম।

জেলা প্রশাসক মো. সারওয়ার মুর্শেদ চৌধুরীর সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে পুলিশ সুপার মো. মাশরুকুর রহমান খালেদ বিপিএম (বার)। কর্মশালা সঞ্চালনায় ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আব্দুল্লাহ আল মাসউদ।

কর্মশালায় জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার প্রায় ৪৬ জন সাংবাদিক অংশ নেন। কর্মশালা শেষে তাদের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *