সর্বশেষ
প্রচ্ছদ / হাওরাঞ্চল / কিশোরগঞ্জ / ডিজিটাল আইনে ইউপি চেয়ারম্যান কারাগারে

ডিজিটাল আইনে ইউপি চেয়ারম্যান কারাগারে

নিজস্ব সংবাদদাতা : কিশোরগঞ্জের নিকলী উপজেলার সিংপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ারুল হককে (৫৫) ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছে আদালত।

বুধবার (০৮ জানুয়ারি) রাত সাড়ে ১১টায় ঢাকা উত্তরা ৯ নং সেক্টর, ৭ নং রোডের ২৮ নম্বর বাসা থেকে উত্তরা পশ্চিম থানার পুলিশের সহায়তায় নিকলী থানার পুলিশ আনোয়ারুল হককে গ্রেপ্তার করে।
পরে আজ বৃহস্পতিবার দুপুরে কিশোরগঞ্জ আদালতে পাঠানো হলে আদালত চেয়ারম্যানকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

চেয়ারম্যান আনোয়ারুল হক উপজেলার সিংপুর ইউনিয়নের ভাটিবরাটিয়া গ্রামের মৃত আঃ আজিজের ছেলে।

নিকলী থানা পুলিশ ও মামলার বিবরণে জানা যায়, চেয়ারম্যান আনোয়ারুল হক ইচ্ছাকৃতভাবে দীর্ঘ দিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করাসহ কিশোরগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আফজাল হোসেনের বিরুদ্ধে মিথ্যা তথ্য প্রচার করছেন। এমন অভিযোগে নিকলী সদর ইউনিয়নের ধুপাহাটি গ্রামের কারার শাহরিয়া আহম্মেদ তুলিপ বাদী হয়ে গত বুধবার রাতে ( ৮ জানুয়ারি) ইউপি চেয়ারম্যানসহ তিন জনের নাম উল্লেখ করে অজ্ঞাত নামা আরো চারজনকে আসামি করে নিকলী থানায় ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮ এর ২৫ ( ২৯), (৩১), (৩৫) ধারায় মামলা দায়ের করেন।

নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামছুল আলম ছিদ্দিকী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পলাতক অন্য আসামিদেরকে গ্রেপ্তারের অভিযান চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *