তোফায়েল আহমেদ: যথাযোগ্য মর্যাদায় কিশোরগঞ্জের ঈশা খাঁ ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, বাংলাদেশ এর আয়োজনে মহান বিজয় দিবস ২০১৯ উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে সোমবার (১৬ ডিসেম্বর) সকালে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ হতে একটি বিজয় র্যালি বের হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে গুরুদয়াল সরকারি কলেজ মাঠ প্রাঙ্গণে শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শেষ হয়।
এসময় শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন বিশ্ববিদ্যালয়ের কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডীন প্রফেসর মোঃ আরজ আলী, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) চৌধুরী খায়রুল হাসান। এছাড়া উপস্থিত ছিলেন, ব্যবসায় প্রশাসন বিভাগের চেয়ারম্যান জুয়েল চৌধুরী, ইংরেজি বিভাগের চেয়ারম্যান বদরুল হুদা সোহেল, আইন বিভাগের প্রভাষক মোঃ ইকবাল হোসেন, গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞান বিভাগের প্রভাষক সাঈদ আহাম্মেদ রাসেল, প্রশাসনিক কর্মকর্তা হাফিজুর রহমান খান, প্রমোশন ইনচার্জ মোঃ মহসিন উদ্দিন, সহকারী জনসংযোগ কর্মকর্তা তোফায়েল আহমেদ প্রমুখ। এছাড়া বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এছাড়া মহান বিজয় দিবস ২০১৯ উপলক্ষ্যে ঈশা খাঁ বিশ্ববিদ্যালয়ের ৪দিন ব্যাপী আয়োজিত অনুষ্ঠানের শেষ দিন আজ মঙ্গলবার (১৭ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয় হলরুমে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ সুলতান উদ্দিন ভূঞা এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) প্রফেসর ডাঃ আ.ন.ম. নৌশাদ খান, প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডীন প্রফেসর মোঃ আরজ আলী। অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান প্রফেসর মোঃ নূরুল আমিন, ব্যবসায় প্রশাসন বিভাগের প্রভাষক ইমরান আহাম্মেদ শাকীর প্রমুখ। এছাড়া বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগের শিক্ষার্থীরা আলোচনা সভায় অংশগ্রহণ করেন। আলোচনা সভায় সকল বিভাগের শিক্ষক, কর্মকতা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন। পরে শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন ইংরেজী বিভাগের প্রভাষক মোঃ আল মুরসালিন সম্রাট।