সর্বশেষ
প্রচ্ছদ / হাওরাঞ্চল / কিশোরগঞ্জ / কিশোরগঞ্জে পিতাকে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন

কিশোরগঞ্জে পিতাকে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন

নিজস্ব সংবাদদাতা : কিশোরগঞ্জের করমুলী গ্রামে পিতাকে কুপিয়ে হত্যার দায়ে পুত্রকে যাবজ্জীবন কারাদণ্ড ও এক লক্ষ টাকা জরিমানা করেছে আদালত।

আজ বেলা ১১টায় কিশোরগঞ্জের ১নং অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ আব্দুর রহিম এ রায় দেন। মামলার একমাত্র আসামী মামুন মিয়া পলাতক ছিলেন।

মামলার বিবরণে জানা যায়, ২০০৮ সালের ২২ জুলাই রাত সাড়ে ১০টায় সদর উপজেলার করমুলী গ্রামের নিজ বাড়িতে ইসরাঈলকে তার ছেলে মামুন এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে। এ সময় তার মার চিৎকারে মামুন পালিয়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় ইসরাঈলকে কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

ঘটনার পরদিন ২০০৮ সালের ২৩ জুলাই নিহতের স্ত্রী রেখা আক্তার উরফে সুফিয়া বাদী হয়ে পুত্র মামুনের নাম উল্লেখ করে কিশোরগঞ্জ মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পরে ২৫ নভেম্বর মামলার অভিযোগপত্র আদালতে দাখিল করেন পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *