নিজস্ব সংবাদদাতাঃ সামাজিক দুরত্ব বজায় রেখে কিশোরগঞ্জে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে।
শনিবার সকালে জেলা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে জাতির পিতার প্রতিকৃতিতে জেলার সর্বস্তরের মানুষ হৃদয় নিংড়ানো শ্রদ্ধা নিবেদন করেন। প্রথমে জেলা প্রশাসক সারওয়ার মুর্শেদ চৌধুরী শ্রদ্ধা নিবেদন করেন। পরে পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট কামরুল আহসান শাহজাহান, সাধারণ সম্পাদক এম এ আফজল শ্রদ্ধা নিবেদন করেন।
এসময় আওয়ামী লীগ, যুবলীগ, কৃষক লীগ, ছাত্র লীগ ও বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানসহ সামাজিক সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করেন। স্বাধীনতার মহানায়কের প্রতি শ্রদ্ধা জানাতে আওয়ামী লীগের নেতা-কর্মীরা ছাড়াও বঙ্গবন্ধুর সাধারণ অনুসারীরা কালো ব্যাজ ধারণ করেন। ভোর থেকেই আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতা-কর্মীরা এবং সর্বস্তরের মানুষ জেলা মুক্তিযোদ্ধা সংসদের সামনের রাস্তায় সমবেত হতে থাকে।