নিজস্ব সংবাদদাতা: কিশোরগঞ্জের ভৈরবে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ডেঙ্গু আক্রান্ত এক রোগীর মৃত্যু হয়েছে।
আজ বৃহস্পতিবার বিকেলে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় হামজা নামে ৬ষ্ট শ্রেণিতে অধ্যয়নরত ওই শিক্ষার্থীর মত্যু হয়।
শিশুটি ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার চুন্টা ইউনিয়নের নরসিংহপুর গ্রামের ইদ্রিস আলীর ছেলে।
ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. রিয়াসাত- আজিম বিন আজিম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শিশুটি ভৈরবে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিল। আজ বিকেলের দিকে অচেতন অবস্থায় সেখান থেকে হামজাকে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে ভর্তির কিছুক্ষণ পর তার মৃত্যু হয়। অচেতন থাকায় তার রক্ত পরীক্ষা করা সম্ভব হয়নি। তবে ধারনা করা হচ্ছে ডেঙ্গু অাক্রান্ত হয়েই তার মৃত্যু হয়েছে।
কিশোরগঞ্জের সিভিল সার্জন ডা. মো. হাবিবুর রহমান জানান, শিশুটিকে হাসপাতালে ভর্তির পর রক্ত পরীক্ষার অাগেই তার মুত্যু হওয়ায় ঠিক কি কারনে তার মৃত্যু হয়েছে সেটি নিশ্চিত করে বলা যাবেনা।