সর্বশেষ
প্রচ্ছদ / হাওরাঞ্চল / কিশোরগঞ্জ / কটিয়াদীতে হত্যা মামলায় স্বামী-স্ত্রীর যাবজ্জীবন কারাদণ্ড

কটিয়াদীতে হত্যা মামলায় স্বামী-স্ত্রীর যাবজ্জীবন কারাদণ্ড

নিজস্ব সংবাদদাতা: কিশোরগঞ্জের কটিয়াদীতে হত্যা মামলায় স্বামী-স্ত্রীকে যাবজ্জীবন কারাদন্ড, প্রত্যেককে ৫ লাখ টাকা করে জরিমানা অনাদায়ে আরও ২ বছরের সশ্রম কারাদন্ড দিয়েছেন আদালত। কিশোরগঞ্জের প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মুহম্মদ আব্দুর রহিম আসামিদের উপস্থিতিতে আজ মঙ্গলবার সকালে এ রায় দেন।

সাজাপ্রাপ্তরা হচ্ছেন, জেলার কটিয়াদী উপজেলার আচমিতা গ্রামের মৃত আবুবকর সিদ্দিকের ছেলে আলীমুদ্দীন ও তার স্ত্রী নূর জাহান।

মামলার বিবরণে জানা গেছে, বাড়ির আঙ্গিনা থেকে গাছ কাটাকে কেন্দ্র করে ২০০৪ সালের ৮ আগষ্ট দুপুরে একই গ্রামের মৃত নূরুজ্জামানের ছেলে মান্নানকে কুিপয়ে ও বল্লম দিয়ে ঘাই দিয়ে হত্যা করে আসামিরা। ঘটনার পর পরই এলাকাবাসী ঘাতক স্বামী-স্ত্রীকে আটক করে পুলিশে দেয়।

এ ঘটনায় একই দিন নিহত মান্নানের মা ফাতেমা খাতুন বাদী হয়ে আলীমুদ্দিন ও নূরজাহানকে আসামি করে কটিয়াদী মডেল থানায় একটি মামলা দায়ের করেন।

তদন্ত শেষে একই বছরের ৮ অক্টোবর আদালতে এ দু’জনের বিরুদ্ধে চার্জশীট দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা এসআই রুহুল আমিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *