নিজস্ব সংবাদদাতা : কিশোরগঞ্জের ইটনায় সংখ্যালঘু সম্প্রদায়ের দরিদ্র নারীদের মধ্যে বিনামূল্যে খাদ্য সামগ্রী বিতরণ করেছে, নবদ্বীপ সমাজ উন্নয়ন সংস্থা নামে একটি স্বেচ্ছাসেবি সগঠন।
সংস্থার খাদ্য, পুষ্টি ও স্বাস্থ্য সেবা কর্মসূচির আওতায় শনিবার বিকেলে উপজেলার ধনপুর উচ্চ বিদ্যালয় মাঠে দেড় শতাধিক নারীর মধ্যে ২ লিটার সয়াবিন তেল, দুই কেজি ডাল, এক কেজি চিনি ও এক কেজি লবন বিতরণ করা হয়। তাদের হাতে খাবার সামগ্রি তুলে দেন, নবদ্বীপ সমাজ উন্নয়ন সংস্থার সভাপতি পিযূষ কান্তি দাস।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অনন্যের মধ্যে অষ্ট্রগ্রাম উপজেলা সমবায় অফিসার মাহফুজুল আমিন, জেলা সমবায় অধিদপ্তরের পদির্শক আলমগীর হোসেন, ইটনা উপজেলা সমবায় অধিদপ্তরের পরিদর্শক ইসলাম উদ্দিনসহ অন্যরা উপস্থিত ছিলেন।
হাওরে দরিদ্র নারীদের মধ্যে এমন সহায়তা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন আয়োজকরা।