সর্বশেষ
প্রচ্ছদ / হাওরাঞ্চল / কিশোরগঞ্জ / রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ মেডিকেলে বিনামূল্যে চোখের চিকিৎসা

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ মেডিকেলে বিনামূল্যে চোখের চিকিৎসা

নিজস্ব সংবাদদাতা : আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে কিশোরগঞ্জে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ মেডিকেল কলেজ হাসপাতালের উদ্যোগে বিনামূল্যে দরিদ্র রোগীদের চোখের ছানি অপারেশন করা হয়েছে। অষ্ট্রেলিয়া ভিত্তিক দাতা সংস্থা দ্যা ফ্রেড হলোদ ফাউন্ডেশনের অর্থায়নে জেলার হাওরের মিঠামইন উপজেলার ৫০ জন দরিদ্র রোগীকে বিনামূল্যে চোখের এ চিকিৎসা সহায়তা দেয়া হয়।

এ উপলক্ষে বৃহস্পতিবার বিকেলে হাসপাতাল মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের স্ত্রী রাশিদা হামিদ।

মেডিকেল কলেজের পরিচালক সুফিয়া খানমের সভাপতিত্বে অনুষ্ঠানে রাষ্ট্রপতির বড় ছেলে ও কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিক, জেলা প্রশাসক সারওয়ার মুর্শেদ চৌধুরী, জেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট মো. জিল্লুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার নাজমুল ইসলাম সোপানসহ অন্যরা এ সময় উপস্থিত ছিলেন।

একই সময় কিশোরগঞ্জের সিনিয়র চিকিৎসক ও ভাষা সৈনিক ডা. মাজহারুল হককে সংবর্ধনা দেয়া হয়। এ সময় ডা. মাজহারুল হকের নামে মেডিকেল কলেজ হাসপাতালের একটি ওয়ার্ডের নামকরণ করা হয়। এর স্মৃতি ফলক উন্মোচন করেন রাষ্ট্রপতির স্ত্রী রাশিদা হামিদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *