সর্বশেষ
প্রচ্ছদ / হাওরাঞ্চল / কিশোরগঞ্জ / অষ্টগ্রামে আলোর দিশারী ডিজিটাল স্কুলের উদ্বোধন

অষ্টগ্রামে আলোর দিশারী ডিজিটাল স্কুলের উদ্বোধন

টিটু দাস : হাওরের অষ্টগ্রাম উপজেলার আব্দুল্লাপুর-খয়েরপুর ইউনিয়নের প্রত্যন্ত গ্রাম কদমচাল। কদমচাল গ্রামের শিক্ষার্থীদের লেখাপড়ার জন্য ২-৩ কিলোমিটার পায়ে হেটে ছুটে যেতে হয় কাদিরপুর উচ্চ বিদ্যালয়ে। শিক্ষার্থীদের কষ্ট লাগব করতে কয়েকজন যুবকের উদ্যোগে প্রতিষ্ঠা করা হয়েছে ’আলোর দিশারী ডিজিটাল স্কুল’। এ স্কুলের প্রবেশ করতেই চোখে পড়বে স্কুলের বারান্দায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন বৃত্তান্তসহ বিভিন্ন সময়ের ছবি সম্বলিত বঙ্গবন্ধু গ্যালারি। অন্য বারান্দায় আছে গুণীজন গ্যালারি। গুণীজন গ্যালারিতে রাখা হয়েছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম, পল্লী কবি জসিম উদ্দিন, কবি জীবনান্দ দাশ, কবি সুফিয়া কামাল, শেরে বাংলা এ.কে ফজলুল হক, হোসেন শহীদ সোহরাওয়ার্দী, নেতাজী সুভাষ বসু, মাওলানা আবদুল হামিদ খান, মাস্টারদা সূর্য সেনের ছবিসহ ছবি বৃত্তান্ত। আরো আছে এ ইউনিয়নের কৃতিসন্তান শহীদ ডা: এ ফ এম আবদুল আলীম চৌধুরীর ছবি সম্বলিত জীবন বৃত্তান্ত।

এ স্কুলের বারান্দায় রয়েছে ভাটির শার্দুল খ্যাত দুইবারের রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের কিছু দুর্লব ছবি।

আজ শুক্রবার (০১ মার্চ) দুপুর সাড়ে ১২ টার দিকে অষ্টগ্রাম উপজেলায় প্রথমবারের মতো ডিজিলাইজেশন স্কুলের উদ্বোধন করলেন কিশোরগঞ্জ-৪ আসনের তিনবারের সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিক।


পরে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এ স্কুল পরিচালনা কমিটির সভাপতি নুরুল হুদার সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন- কিশোরগঞ্জ-৪ আসনের তিনবারের সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. শহীদুল ইসলাম জেমস, ভাইস চেয়ারম্যান মানিক কুমার দেব, আব্দুল্লাপুর-খয়েরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুক্তার খাঁ ও আলোর দিশারী ডিজিটাল স্কুলের অন্যতম প্রতিষ্ঠা কামাল হোসেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *