নিজস্ব সংবাদদাতা : কিশোরগঞ্জে আগ্নেয়াস্ত্র, গুলি ও মাদকদ্রব্যসহ এক নারী মাদক ব্যবসায়িকে আটক করেছে র্যাব। সোমবার রাতে শহরের বত্রিশ মনিপুরঘাট থেকে মহিনা নামে ওই মাদক ব্যবসায়িকে আটক করা হয়।
র্যাব-১৪ কিশোরগঞ্জ ক্যাম্পের অধিনায়ক লে. কমান্ডার, এম শোভন খান সকালে সংবাদ সম্মেলনে জানান, সোমবার রাতে মনিপুরঘাট এলাকায় মাদক বিরোধী অভিযান চালায় র্যাব। এ সময় একটি মোটর সাইকেলকে থামানোর চেষ্টা করলে মোটর সাইকেল ফেলে এর চালক মাদক ব্যবসায়ি শহীদ আলী পালিয়ে যায়। এ সময় ১০০ পিছ ইয়াবাসহ আটক করা হয় শহীদের স্ত্রী মহিনাকে।
পরে মোটর সাইকেল তল্লাসী করে সিটকভারের নিচে থেকে এটি বিভলবার, ৩ রাউন্ড গুলি, দুই হাজার ৩৭০ পিছ ইয়াবা উদ্ধার করা হয়। এ ছাড়া আসামি মহিনার কাছ থেকে মাদক বিক্রির নগদ ২৫ হাজার ৯’শ টাকা ও বিভিন্ন ব্যাংকের ২৫ লাখ টাকার চেক উদ্ধার করা হয়।
মহিনা ও তার স্বামী শহীদ আলী এলাকার কুখ্যাত মাদক ব্যবসায়ি বলে জানায় র্যাব। শহীদের নামে বিভিন্ন থানায় ১০টি মামলা রয়েছে।