স্টাফ রিপোর্টার : বাংলাদেশের সংবাদ ভিত্তিক বেসরকারি টেলিভিশন চ্যানেল টোয়েন্টিফোরের নির্বাচন ঘিরে আয়োজন ‘ভোটের মাঠে’ সরাসরি সম্প্রচার হবে কিশোরগঞ্জ থেকে। আজ সোমবার ১৫ অক্টোবর সন্ধ্যা ৬ টা থেকে ৭ টা পর্যন্ত টানা এক ঘন্টার এই অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করবে চ্যানেলটি।
আসন্ন নির্বাচনকে ঘিরে কতটা প্রস্তুত কিশোরগঞ্জের রাজনৈতিক দলগুলো, মনোনয়ন ঘিরে কোন্দল আছে কি না, এছাড়াও গেলো দশ বছরে এলাকার উন্নয়ন কতটা হয়েছে, এসব বিষয় নিয়ে থাকবে বিস্তারিত আলোচনা। এতে অংশ নেবেন, ক্ষমতাসীন দল আওয়ামী লীগের একজন প্রতিনিধি, থাকবেন বিএনপি, জাতীয় পার্টির প্রতিনিধিও। এছাড়া সুশীল সমাজ, সাংবাদিক, ব্যবসায়ি, নারী নেত্রী, নতুন ভোটার এবং সাধারণ মানুষজনও থাকবেন অনুষ্ঠানে। কথা বলবেন বিভিন্ন প্রসঙ্গে। কিশোরগঞ্জ শহরের নগুয়া বটতলা এলাকা থেকে সরাসরি সম্প্রচার হবে অনুষ্ঠানটি। এছাড়াও দিনব্যাপী প্রতি ঘন্টার সংবাদে প্রচারিত হবে কিশোরগঞ্জের রাজনীতি নিয়ে একটি বিশেষ প্রতিবেদন।
দর্শকরা লাইভ অনুষ্ঠানটি টেলিভিশনের পর্দায় ছাড়াও চ্যানেল টোয়েন্টিফোরের ফেসবুকেও দেখতে পাবেন।
প্রচ্ছদ / হাওরাঞ্চল / কিশোরগঞ্জ / কিশোরগঞ্জ থেকে চ্যানেল 24 এর ‘ভোটের মাঠে’ সরাসরি সম্প্রচার হবে আজ