নিজস্ব সংবাদদাতা : কিশোরগঞ্জের ভৈরবে কোরবানির গরু বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে গাছে সঙ্গে ধাক্কা লেগে এক ব্যক্তি নিহত হয়েছেন। তার নাম ফেলা উদ্দিন (৩০)। তিনি রংপুর জেলার পীরগঞ্জ থানার চর রাঙামাটি এলাকার মৃত. রহিম উদ্দিনের ছেলে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন।
শনিবার (১৮ আগস্ট) গভীর রাতে ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কের শুম্ভুপুর পাক্কামাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, কোরবানির গরু বোঝাই করা ট্রাকটি রংপুর থেকে সিলেটে যাওয়ার পথে ট্রাকচালক হঠাৎ ঘুমিয়ে পড়েন। ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কের শুম্ভুপুরের পাক্কামাথা এলাকা নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা গাছের ধাক্কা লাগে। এসময় ট্রাকের উপরে বসে থাকা গরু ব্যবসায়ীর সহকারি ফেলা উদ্দিন ঘটনাস্থলেই মারা যান।
আবু মিয়া ও হারুন মিয়া নামে দুই গরু ব্যবসায়ী আহত হয়েছেন। তাদের উপজেলা স্বাস্থ্যে কমপ্লেক্স হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।
ভৈরব হাইওয়ে থানার ওসি তরিকুল ইসলাম জানান, দুর্ঘটনার খবর শুনে তাৎক্ষণিক ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। ট্রাকচালক ঘুমিয়ে পড়ায় এ দুর্ঘটনাটি ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।