সর্বশেষ
প্রচ্ছদ / হাওরাঞ্চল / কিশোরগঞ্জ / বাঙ্গালপাড়া উচ্চ বিদ্যালয়ের পৃথক দু’টি চার তলা ভবনের নির্মাণ কাজের উদ্বোধন করলেন এমপি তৌফিক

বাঙ্গালপাড়া উচ্চ বিদ্যালয়ের পৃথক দু’টি চার তলা ভবনের নির্মাণ কাজের উদ্বোধন করলেন এমপি তৌফিক

নিজস্ব সংবাদদাতা : কিশোরগঞ্জের হাওরের অষ্টগ্রাম উপজেলার বাঙ্গালপাড়া উচ্চ বিদ্যালয়ের পৃথক দু’টি চার তলা একাডেমিক ভবনের নির্মাণ কাজের উদ্বোধন করেছেন কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিক।

সোমবার (১৩ আগস্ট) বিকালে তিনি আনুষ্ঠানিকভাবে ফলক উন্মোচনের মাধ্যমে বিদ্যালয়ের এই দু’টি একাডেমিক ভবনের নির্মাণ কাজের উদ্বোধন করেন।

এ উপলক্ষে বিদ্যালয় প্রাঙ্গণে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো. আনোয়ার হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিক।

এতে অন্যদের মধ্যে উপজেলা পরিষদ চেয়ারম্যান শহীদুল ইসলাম জেমস, উপজেলা আওয়ামী লীগের সভাপতি জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ফজলুল হক হায়দারী বাচ্চু, সরকারি রোটারী ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোজতাবা আরিফ খান, উপজেলা মহিলা আওয়ামী লীগ সভানেত্রী সৈয়দা নাসিমা আক্তার রিতা, বাঙ্গালপাড়া ইউপি চেয়ারম্যান আলহাজ্ব এনামুল হক ভূঁইয়া, বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম খান, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামরুল ইসলাম ভূঁইয়া প্রমুখ বক্তৃতা করেন।

পরে বিদ্যালয়ের এসএসসি ও জেএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *