নিজস্ব প্রতিবেদক : দা-চাপাতি নিয়ে ঘুরে বেড়ায় ওরা। কারণ ছাড়াই সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের ওপর হঠাৎ হামলা চালায়। সামনে যাকে পায়, র্নিবিচারে কুপিয়ে রক্তাক্ত করে। দোকানপাট ও বাসাবাড়িতেও হামলা চালায়। কিশোরগঝঞ্জ শহরে উঠতি বয়সী সশস্ত্র এই সশস্ত্র এই সন্ত্রাসীদের তান্ডবে আতঙ্কে রয়েছেন সাধারণ মানুষ। গতকাল বুধবার রাত ৯ টার দিকে আখড়া বাজার পিটিআই গলির ৪টি বাসায় ও ১ টি মোটরসাইকেলে কুপিয়েছে মুখোশধারী উঠতি বয়সী যুবকরা। গত বছর ও এ বছর একাধিক ঘটনার পরিপ্রেক্ষিতে পুলিশের বিশেষ অভিযানে ৪০-৫০ জনকে গ্রেফতার করা হয়েছিল। এরপর থেকে শহর শান্ত ছিল। কিন্তু গতকাল রাতে হঠাৎ পিটিআই গলির নূর মহল, জালাল মিয়ার বাসা ও বিলাল মিয়ার বাসা এবং একটি মোটরসাইকেলে কুপিয়েছে।
এর আগে গত ৯ এপ্রিল দুই ভাইসহ তিনজনকে কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা। আহতদের রাজা নামে এক মারাও যায়। নিহত রাজা মিয়া কিশোরগঞ্জ শহরের বৌলাই এলাকার ফজলুল করিমের ছেলে। গত ২৯ মার্চ রাতে শহরের গৌরাঙ্গ বাজারে তাদের সশস্ত্র হামলায় দোকানে বাবা-ছেলেসহ চারজনকে আহত করে।