হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের আজমিরীগঞ্জে আওয়ামী লীগের একটি সভায় দুপক্ষের হট্টগোলের মধ্যে সদ্য প্রয়াত উপজেলা চেয়ারম্যানের ছেলে এক যুবলীগ নেতার মৃত্যু হয়েছে।
মৃত আল আমিন (৩৫) সদ্য প্রয়াত হবিগঞ্জ উপজেলা চেয়ারম্যান আতর আলী মিয়ার ছেলে।
প্রাথমিকভাবে হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে বলে পুলিশ ও দলের লোকজন ধারণা করলেও ময়নাতদন্তের আগে চিকিৎসক কিছু বলছেন না।
হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনের সংসদ সদস্য আব্দুল মজিদ খান বলেন, সদ্য প্রয়াত উপজেলা চেয়ারম্যান আতর আলী মিয়ার শূন্য পদে উপ-নির্বাচনে দলীয় প্রার্থী নির্ধারণের জন্য সোমবার বিকালে উপজেলা পরিষদ হলরুমে স্থানীয় আওয়ামী লীগের সভা আহবান করা হয়।
“সভায় দলীয় প্রার্থী কীভাবে মনোনয়ন করা হবে তা নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে ঝগড়া শুরু হয়। উপজেলা চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশী যুবলীগ নেতা আল আমিন হার্টের রোগী ছিলেন। ঝগড়া চলাকালে হার্ট অ্যাটাকে আল আমিনের মৃত্যু হয়ে থাকতে পারে।”
হবিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার শৈলেন চাকমা বলেন, “আল আমিন হার্ট অ্যাটাকে মারা গেছেন।”
খবর শোনার পরিস্থিতি নিয়ন্ত্রণে তিনি দাঙ্গা পুলিশ নিয়ে ঘটনাস্থলে যান বলে জানান।
এ ব্যাপারে হবিগঞ্জের সিভিল সার্জন সুচিন্ত্য চৌধুরী আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. শিউলীর বরাত দিয়ে বলেন, “স্বাস্থ্য কমপ্লেক্সে তাকে মৃত অবস্থায় আনা হয়েছে। ময়নাতদন্তের পরই বলা যাবে মৃত্যুর কারণ।”
আল আমিনের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে দলীয় নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা দেখা দেয়।