নিজস্ব প্রতিবেদক : কিশোরগঞ্জে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের মেজো ছেলে রাসেল আহমেদ তুহিনের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (০১ জুন) বিকেলে শহরের পুরাতন স্টেডিয়ামে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ অনুষ্ঠানে প্রায় দশ হাজার মানুষ অংশ নেয়।
ইফতার মাহফিলের শুরুতে রাসেল আহমেদ তুহিন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ১৫ আগস্ট ঘাতকদের হাতে নিহত সবার নাম স্মরণ করেন। এছাড়া অস্থায়ী রাষ্ট্রপতি শহীদ সৈয়দ নজরুল ইসলাম, প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমান, মরহুম নারী নেত্রী আইভি রহমানসহ, প্রয়াত সকল সংসদ সদস্যসহ দলের প্রয়াত সকল নেতাকর্মীদের আত্মার মাগফেরাত কামনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন- রাষ্টপতির বড় ছেলে ও কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিক, কিশোরগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আফজাল হোসেন, জেলা প্রশাসক সারওয়ার মুর্শেদ চৌধুরী, পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ, জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট জিল্লুর রহমান, মিঠামইন মুক্তিযোদ্ধা আবদুল হক কলেজের অধ্যক্ষ আবদুল হক, রাষ্ট্রপতির একান্ত সহকারী সচিব আবদুল হাই, মিঠামইন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুস শাহিদ ভূইয়া, উপজেলা পরিষদের চেয়ারম্যান চৌধুরী কামরুল হাসান, নিকলী উপজেলা পরিষদের চেয়ারম্যান কারার সাইফুলসহ জেলার ১৩টি উপজেলার নানা শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ নেয়।