সর্বশেষ
প্রচ্ছদ / হাওরাঞ্চল / সুনামগঞ্জ / সুনামগঞ্জে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু

সুনামগঞ্জে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু

সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জে পৃথক স্থানে বজ্রপাতে জুয়েল আহমেদ (১৬) ও আলমগীর মিয়া (২২) নামে দুই জনের মৃত্যু হয়েছে।

বুধবার (৯ মে) দুপুরের দিকে এ বজ্রপাতের ঘটনা ঘটে।

নিহতরা হলেন, ধর্মপাশা উপজেলার সদর ইউনিয়নের দুর্বাকান্দা গ্রামের আব্দুর রহিমের পুত্র জুয়েল আহমেদ (১৬) ও শাল্লা উপজেলার আটগাঁও ইউনিয়নের কাশিপুর গ্রামের ইসহাক আলীর পুত্র আলমগীর মিয়া (২২)।

স্থানীয়রা জানান, দুপুরে দুর্বাকান্দা গ্রামের জুয়েল মিয়া বাড়ির পার্শবর্তী কাইলানী হাওরে ধান কাটতে গিয়েছিলেন। ধান কাটার সময়ই বজ্রপাতে আহত হন তিনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ধর্মপাশা উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ দাফনের জন্য হাসপাতাল থেকে বাড়িতে আনা হয়েছে। ধর্মপাশা সদর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের ইউপি সদস্য নূর ইসলাম বজ্রপাতের নিহতের ঘটনার সত্যতা নিশ্চিত করছেন।

এ দিকে শাল্লা উপজেলার আটগাও ইউনিয়নের কাশিপুর-শরিফপুর গ্রামের আলমগীর মিয়া ট্রলি চালিয়ে ছায়ার হাওরে যাচ্ছিলেন খলা থেকে কাটা ধান বাড়িতে আনতে। পথেই বজ্রপাতে শিকার হয়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। পরে তার স্বজনরা মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন।

শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দোলোয়ার হোসেন এ নিহতের ঘটনার সত্যতা নিশ্চত করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *