সর্বশেষ
প্রচ্ছদ / হাওরাঞ্চল / কিশোরগঞ্জ / কিশোরগঞ্জে প্যারাস্যুট ও রাঁধুনি তেলের নকল কারখানার মালিক-ম্যানেজারের কারাদণ্ড

কিশোরগঞ্জে প্যারাস্যুট ও রাঁধুনি তেলের নকল কারখানার মালিক-ম্যানেজারের কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক : কিশোরগঞ্জে একটি নকল তেল তৈরির কারখানায় অভিযান চালিয়ে মালিক ও ম্যানেজারকে দুই বছর করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ ছাড়াও তাদেরেকে দুই লাখ টাকা করে জরিমানা অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দেয়া হয়েছে। পরে নকল তেল তৈরির কারখানাটি বন্ধ করে দেয়া হয়।

সোমবার (০৭ মে) দুপুরে সদর উপজেলার মারিয়া এলাকায় বিসিক শিল্পনগরীর কাছে একটি বাড়িতে কিশোরগঞ্জ কালক্টরেটের নির্বাহী ম্যজিস্ট্রেট আবু তাহের মো. সাঈদের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত এ অভিযান চালায়।

র‌্যাব জানায়, কারখানায় গোপনে নামিদামি বিভিন্ন কোম্পাানির নামে নকল তেল তৈরি করা হচ্ছিল। খবর পেয়ে সেখানে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এ সময় নকল প্যারাস্যুট নারিকেল তেল ও রাঁধুনি সরিষার তেল তৈরির সময় কারখানার মালিক মো. আলম ও ম্যানেজার রিপনকে আটক করে র‌্যাব। জব্দ করা হয় বিপল পরিমাণ নকল তেলসহ বিভিন্ন উপকরণ। র‌্যাব-১৪ এর কোম্পানি কমান্ডার লে. শোভন খান এ সময় উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *