নিজস্ব সংবাদদাতা : কিশোরগঞ্জের সদর উপজেলার মাইজখাপন ইউনিয়নের ইউপি সদস্য কামরুজ্জামান বিপ্লব ও সাজু মিয়া নামে দুই মাদক ব্যবসায়ীর এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ। এ সময় প্রত্যেক আসামীকে পচিশ হাজার টাকা এবং অর্থদন্ড অনাদায়ে প্রত্যেককে আরো দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হবে।
রোববার (২৯ এপ্রিল) সন্ধ্যা ৬ টার দিকে তাদের ভ্রাম্যমাণ আদালতের সিনিয়র নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু তাহের সাঈদ এ আদেশ দেন।
সাজাপ্রাপ্ত আসামীরা হলেন-মাইজখাপন ইউনিয়নের শামসুজ্জামানের ছেলে কামরুজ্জামান এবং তিনি বর্তমান ইউপি সদস্য। এদিকে সাজু মিয়া একই গ্রামের মৃত মৃত হাসান আলীর ছেলে।
সুত্র জানায়, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে কিশোরগঞ্জ সদর উপজেলার মাইজখাপন ইউনিয়নের হাজিরগল গ্রাম থেকে তাদের আটক করা হয়। আসামী কামরুজ্জামানের কাছে থেকে ০৩ পিস এবং আসামী সাজু মিয়ার কাছে ০৪পিস ইয়াবা পাওয়া যায়।