টিটু দাস : কিশোরগঞ্জের হাওরের মিঠামইন উপজেলার প্রত্যন্ত এলাকার কাটখাল ইউনিয়ন। আজ প্রথমবারের মতো বিদ্যুতের আলো পাবে কাটখাল ইউনিয়নবাসী। বিদ্যুৎ সংযোগের উদ্বোধন করবেন কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিক।
কিন্তু সকাল থেকে অঝোড় ধারায় বৃষ্টি, ধমকা বাতাস ও মাঝে মাঝে বজ্রপাত। আকাশের এ অবস্থার মাঝেই জনগণের সুবিধার কথা চিন্তা করে ইঞ্জিন চালিত ট্রলারে কাটখাল ইউনিয়নে ছুটে যান কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিক।
আজ শনিবার (২১ এপ্রিল) মেঘলা দিনের মাঝে উপজেলার কাটখাল ইউনিয়নে ৮৪১ টি পরিবারের মাঝে নতুন বিদ্যুৎ সংযোগের উদ্বোধন করেন এমপি তৌফিক।
এ সময় আরো উপস্থিত ছিলেন- কিশোরগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার মো. মনির উদ্দিন মজুমদার, কিশোরগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির সাবেক সভাপতি মো. শফিকুল ইসলাম মানিক, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মাহতাব উদ্দিন, মিঠামইন সদর ইউনিয়ন পরিষদের অ্যাডভোকেট শরীফ কামাল, জেলা পরিষদের সদস্য সমীর কুমার বৈষ্ণব, জেলা কৃষক লীগের যুগ্ন সাধারণ সম্পাদক কামাল হোসেন চৌধুরী, কাটখাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাজুল ইসলাম।
এ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কাটখাল ইউনিয়নেে সাবেক চেয়ারম্যান রইছ উদ্দিন।