সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের সদর উপজেলা নারায়নতলা সীমান্তে ৫০ বোতল অফিসার ভারতীয় চয়েস মদ জব্দ করেছে ২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি)।
শুক্রবার (২০ এপ্রিল) বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বিজিবি।
এর আগে শুক্রবার (২০ এপ্রিল) ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় সীমান্তে টহলরত বিজিবি সদস্যরা।
সুনামগঞ্জ ২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল নাসির উদ্দিন আহমেদ জানান, সুনামগঞ্জ সদর নারায়নতলা সীমান্ত পিলার ১২১৩/৪-এস এর নিকট হতে ফেনীবিল নামক স্থান হতে ৫০ বোতল ভারতীয় অফিসার
চয়েস মদ জব্দ করা হয়েছে। যার মূল্য ৭৫ হাজার টাকা। বিজিবির টহল উপস্থিতি দলের টের পেয়ে চোরাকারবারীরা পালিয়ে যায়। এ ব্যাপারে স্থানীয় থানায় মামলা দায়ের পূর্বক পরবর্তী আইনানুগ পদক্ষেপ গ্রহন করা হবে।