নিজস্ব প্রতিবেদক : কিশোরগঞ্জের হাওরের ইটনা উপজেলা প্রথমবার পরিদর্শনে গিয়ে নবাগত জেলা প্রশাসক মো. সারওয়ার মুর্শেদ চৌধুরী উপজেলার সুধী জনের সাথে মতবিনিময় করেন।
বুধবার (১৮ এপ্রিল) সকালে উপজেলা পরিষদ মাঠে জেলা প্রশাসক উপজেলার বিভিন্ন সরকারী দপ্তর প্রধান ও সুধী সমাজের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেন। এ মতবিনিময় সভার আয়োজন করেন ইটনা উপজেলা প্রশাসন।
এ সময় আরো উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তরফদার মো. আক্তার জামীল, উপজেলা পরিষদের চেয়ারম্যান চৌধুরী কামরুল হাসান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মশিউর রহমান খান, ইটনা থানার ওসি-তদন্ত মো. জাকির হোসেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. ইসমাইল হোসেন, রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ কলেজের অধ্যক্ষ মো. ইসলাম উদ্দিনসহ প্রমুখ।
মতবিনিময় সভায় আইন শৃঙ্খলা পরিস্থিতি, দুযোর্গকালীন করণীয়, জঙ্গিবাদ ও সন্ত্রাস বিরোধী, জনচেতনতা, বাল্য বিবাহ বন্ধকরণ, মিড-ডে-মিল, স্বাস্থ্য ও উন্নয়ন মূলক বিষয়ে আলোচনা হয়।
এছাড়া জেলা প্রশাসক মো. সারওয়ার মুর্শেদ চৌধুরী ইটনা থানা, উপজেলা ভূমি অফিস, ইটনা মহেশ চন্দ্র শিক্ষা নিকেতন, ইটনা উপজেলা পরিষদ বিদ্যাপীঠ, পানি উন্নয়ন বোর্ড কর্তৃক নির্মিত জিওল রেগুলেটরি হাওর রক্ষা বাঁধ পরিদর্শন করেন।