নিজস্ব প্রতিবেদক : কিশোরগঞ্জ শহরের বড় বাজারে দুই ভাইসহ তিনজনেকে কুপিয়ে জখমের ঘটনায় চারদিন পর আহত রাজা মিয়া চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।
আজ বৃহস্পতিবার (১২ এপ্রিল) সকাল সাড়ে ৬ টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত রাজা মিয়া কিশোরগঞ্জ সদরের বৌলাই এলাকার ফজলুল করিমের ছেলে। নিহত রাজা মিয়া বড় ভাই এখানো হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
স্থানীয়রা জানান,ত সোমবার রাতে শহরের বড় বাজার এলাকার রাজ গার্মেন্টেসে কাপড় কেনাকাটা নিয়ে রাজা মিয়ার সাথে কয়েকজন যুবকের কথা কাটাকাটি হয়। পরে গার্মেন্টেস থেকে বের হয়ে রাজা মিয়া ও তার ভাই রাজু মিয়াসহ তিনজন হেটে বাড়িতে যাওয়ার সময় কয়েকজন দুর্বৃত্ত তাদের উপর হামলা করে। এ সময় দুর্বৃত্তরা রাজা মিয়া, রাজু মিয়া ও প্রান্তসহ তিনজনকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে কর্তব্যরত চিকিৎসক অবস্থার অবনতি দেখে রাজা মিয়া ও রাজু মিয়াকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনদিন পর রাজা মিয়ার মৃত্যু হয়।
কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু শামা মো. ইকবাল হায়াত জানান, এ ঘটনার মামলার প্রেক্ষিতে এজাহারভুক্ত একজন আসামীকে গ্রেফতার করেছে পুলিশ।