সর্বশেষ
প্রচ্ছদ / হাওরাঞ্চল / সুনামগঞ্জ / সুনামগঞ্জে মেয়র পদে বিজয়ী নাদের

সুনামগঞ্জে মেয়র পদে বিজয়ী নাদের

সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জ পৌরসভায় উপ-নির্বাচনে মেয়র পদে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন আওয়ামীলীগ মনোনীত মেয়র প্রার্থী নাদের বখত।
বৃহস্পিতিবার (২৯ মার্চ) সন্ধায় জেলা নির্বাচন অফিসে এ ফলাফল ঘোষণা করনে রিটার্নি কর্মকর্তা ।
আওয়ামীলীগ মনোনীত প্রার্থী নাদের বখত ১৬ হাজার ৩ শ ৫২ টি ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্ধন্দি স্বতন্ত্র মেয়র প্রার্থী দেওয়ান গনিউল সালাদীন পেয়েছেন ৯ হাজার ৪শ ৮৫ টি ভোট। এছাড়াও বিএনপি মনোনীতি মেয়র প্রার্থী দেওয়ান সাজাউর রাজা সুমন পেয়েছেন ১ হাজার ৮শ ৭ টি ভোট। পৌর নির্বাচনে ৪২ হাজার ৩ শ ৭২ ভোটের মধ্যে ২৮ হাজার ৭২ ভোট কাস্ট হয়েছে। তার মধ্যে বৈধ হয়েছে ২৭ হাজার ৬শ ৪৪টি বাতিল হয়েছে ৪শ ২৮টি। জেলা রিটানিং কর্মকর্তা আব্দুল মোতালেব জেলা নির্বাচন অফিসে আওয়ামীলীগের মেয়র বখতকে বেসরকারি ভাবে বিজয়ী ঘোষণা করেন। ২৩ টি কেন্দ্রের মধ্যে ২২টি কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়েছে। তার মধ্যে শহরের ৬ নং ওয়ার্ডের আরপিন নগরের কেবি মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট জালিয়াতের অভিযোগে ভোট গ্রহণ স্থগিত করা হয়। সে কারণে ঐ কেন্দ্রের ফলাফল স্থগিত করা হয়েছে। সেই সাথে নির্বাচন কমিশনের নির্দেশনা অনুয়ায়ী আওয়ামীলীগের প্রার্থী তার নিকটতম প্রতিদ্বন্দির চেয়ে ৬ হাজার ৮ শ ৭৬ ভোটে এগিয়ে রয়েছেন। আর কেবি মিয়া ভোট কেন্দ্রে ১ হাজার ৩শ ৯৫ টি ভোট সে ক্ষেত্রে এখানে পুন-নিবাচন হলে কোন স্বতন্ত্র ও বিএনপির প্রার্থীর কোন সম্ভাবণা নেই। তাই নৌকার প্রার্থীই বেসরকারি ভাবে নির্বাচিত। এ দিকে বিকেলে সংবাদ সম্মেলন করে ভোট জালিয়াতি ও কেন্দ্র দখলের অভিযোগে নির্বাচন বর্জন করেছেন বিএনপি মনোনীত মেয়র প্রার্থী দেওয়ান সাজাউর রাজা সুমন ও স্বতন্ত্র মেয়র প্রার্থী দেওয়ান গণিউল সালাদীন। উল্লেখ্য যে, সুনামগঞ্জ পৌরসভার মেয়র আয়ূব বখত জগলুল বিগত ১ ফেব্রুয়ারী মৃত্যু বরণ করায় এই পদটি শুন্য হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *