নিজস্ব প্রতিবেদক : কিশোরগঞ্জ হাওরের অষ্টগ্রাম উপজেলার পাউনেরকান্দি বধ্যভূমিতে শহীদের স্মরণে মোমবাতি প্রজ্জ্বলন করেছেন কিশোরগঞ্জ -৪ আসনের সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিক।
রোববার (২৫ মার্চ) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে মোমবাতি প্রজ্জ্বলন করা হয়।
মোমবাতি প্রজ্জ্বলনের সময় কিশোরগঞ্জ -৪ আসনের সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিক বলেন- শহীদের স্মরণে বধ্যভূমিটি সংরক্ষণ করতে করতে যা যা করা প্রয়োজন সবকিছু করা হবে।
মোমবাতি প্রজ্জ্বলনের সময় আরো উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. শহীদুল ইসলাম জেমস, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সালাহউদ্দিন, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ফজলুল হক হায়দারী বাচ্চু, অষ্টগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল ইসলাম মোল্লাসহ উপজেলার ছাত্রলীগের নেতৃবৃন্দ।
উল্লেখ্য, ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় পাকহানাদার বাহিনী পাউনেরকান্দি এ বধ্যভূমি মূল বধ্যভূমিতে শত শত নারী-পুরুষ ধরে এনে হানাদার, আলবদর আর রাজাকাররা এখানে গুলি করে এবং বেয়নেট দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে হত্যা করত।