সর্বশেষ
প্রচ্ছদ / হাওরাঞ্চল / কিশোরগঞ্জ / বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন : এমপি তৌফিক

বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন : এমপি তৌফিক

টিটু দাস : কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিক বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সোনার বাংলা গড়ে যেতে পারেন নি। কিন্তু যখন থেকে জাতির জনকের কন্যা জননেত্রী শেখ হাসিনা দেশের হাল ধরলেন। তখন থেকেই বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণ হতে শুরু করেন এবং কারণ জননেত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন।

উদাহরণ হিসেবে এমপি তৌফিক বলেন, কিশোরগঞ্জের হাওরের ইটনা-মিঠামইন-অষ্টগ্রামে নির্মাণ হয়েছে অলওয়েদার সড়ক যা দেখতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকরা ছুটে আসছেন। শুধু তাই নয় হাওরের প্রত্যন্ত গ্রামও এখন বিদ্যুতের আলোয় আলোকিত। এসব সম্ভব করেছে জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ শনিবার (১৫ আগস্ট) সকালে মিঠামইন উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ৪৫তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বাঙ্গালি জাতি স্বাধীনতা অর্জন সম্পর্কে এমপি তৌফিক বলেন, ১৭৫৭ সালের ২৩ জুনের পর থেকে বাঙ্গালি জাতি স্বাধীনতা অর্জনের চেষ্টা করেও স্বাধীনতা অর্জন করতে পারেনি। কিন্তু ১৯৭১ সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙ্গালি জাতির স্বাধীনতা অর্জন করে দেন।

এমপি তৌফিক আরও বলেন, একটা যুদ্ধবিধস্ত দেশ ৯ মাস রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে এ দেশটি স্বাধীন হয়েছিল। একটা যুদ্ধবিধস্ত দেশ ঠিক করা খুব কঠিন কাজ ছিল। কিন্তু বঙ্গবন্ধুর মতো একজন নেতা ছিলেন বলেই একটা যুদ্ধবিধস্ত দেশ পূর্ণগঠন করার কাজ শুরু করেছিলেন। কিন্তু মাত্র সাড়ে ৩ বছরের সময় বঙ্গবন্ধুকে সহপরিবারে হত্যা করা হয়। তাই আমি বলি আমরা দূর্ভাগা জাতি। কারণ যার ডাকে আমরা দেশটাকে স্বাধীন করলাম তাকেই দেশের কিছু কুলাঙ্গারের জন্য জাতির জনককে আমরা হারিয়েছি।

এর আগে এমপি তৌফিক মিঠামইন উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স চত্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করে শ্রদ্ধা নিবেদন করেন।


তারপর মিঠামইন উপজেলা আওয়ামী লীগের আয়োজনে দোয়া ও মিলাদ মাহফিলে অংশগ্রহণ করেন।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রভাংশু সোম মহান, অষ্টগ্রাম সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) আজিজুল হক, মিঠামইন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির রব্বানী, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি শাহাজাহন মিয়া, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সমীর কুমার বৈষ্ণব, মিঠামইন সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট শরীফ কামালসহ উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগেড়র নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

তারপর দুপুরে ইটনা উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ৪৫তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিলে অংশগ্রহণ করেন কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *