তোফায়েল আহমেদ : নারীর প্রতি সহিংসতা রোধ ও কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার নার্স শাহীনুর আক্তার তানিয়া ধর্ষণ ও হত্যাকান্ডের প্রতিবাদে মুখে কালো কাপড় বেঁধে মানববন্ধন করেছে ঈশা খাঁ ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, বাংলাদেশ। বুধবার (১৫ মে) সকালে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গনে ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ সুলতান উদ্দিন ভূঞা মানববন্ধনে বলেন, কিছুদিন আগেও ফেনীর সোনাগাজীর নুসরাত জাহান রাফি হত্যাকান্ডের বিচারের দাবিতে আমারা মানববন্ধন করেছিলাম। নুসরাতের রক্ত না শুকাতেই আবারও কিশোরগঞ্জের তানিয়া ধর্ষন ও হত্যাকান্ডের শিকার হলো। যা অত্যন্ত বেদনাদায়ক। আমরা এসব ঘটনার পুনরাবৃত্তি চাইনা। আমরা চাই সরকার এসব ঘটনায় জড়িত অপরাধীদের দ্রুত বিচার ট্রাইব্যুনালের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে সমাজে উজ্জ্বল নজির সৃষ্টি করবেন।
শিক্ষার্থীরা তাদের বক্তব্যে বলেন, দেশে ধর্ষন ও হত্যাকান্ডের বিষয় যেন এখন নিত্যদিনের ব্যপার হয়ে দাড়িয়েছে। নারীরা আজ ঘরে বাইরে কোথাও নিরাপত্তা পাচ্ছেন না। রাস্তা-ঘাট থেকে শুরু করে পাবলিক পরিবহনে নিত্যদিন শ্লীলতহানিসহ যৌন নিপীড়নের শিকার হচ্ছে। ধর্ষন ও হত্যাকান্ড এখন নতুন এক আতঙ্কের নাম। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আবেদন রাখছি এসব হত্যকান্ডের দৃষ্টান্তমূলক বিচার করবেন এবং প্রতিটি নারীর নিরাপত্তা নিশ্চিত করবেন।
মানববন্ধনে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর অনিল চন্দ্র সাহা, কলা ও সামজিক বিজ্ঞান অনুষদের ডীন, প্রফেসর মোঃ আরজ আলী, লাইব্রেরী সাইন্স বিভাগের চেয়ারম্যান প্রফেসর নূরুল আমিন, সহকারী প্রক্টর ও ইংরেজি বিভাগের প্রভাষক মাহবুবা, ব্যবসায় প্রশাসন বিভাগের প্রভাষক নিবেদিতা দত্ত প্রমুখ।
মানববন্ধনে শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন, আইন বিভাগের শিক্ষার্থী আমেনা আক্তার, ফরহাদ হোসেন, ইংরেজী বিভাগের শিক্ষার্থী আব্দুল্লাহ আল মামুন প্রমুখ। এছাড়া বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগের প্রায় শতাধিক শিক্ষার্থীসহ বিশ্ববিদ্যালয়ে কর্মরত সকল শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। মানববন্ধন পরিচালনা করেন ইংরেজী বিভাগের চেয়ারম্যান বদরুল হুদা সোহেল।