তোফায়েল আহমেদ: ঈশা খাঁ ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, বাংলাদেশ এর আয়োজনে ঐতিহাসিক মুজিবনগর দিবস-২০১৯ উদযাপিত হয়েছে। মুজিবনগর দিবস উপলক্ষ্যে বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয় হলরুমে মুজিবনগর সরকার গঠন ও তাৎপর্য শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অনিল চন্দ্র সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডীন প্রফেসর মোঃ আরজ আলী, বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন লাইব্রেরী সায়েন্স বিভাগের চেয়ারম্যান প্রফেসর নূরুল আমিন, ইংরেজী বিভাগের প্রভাষক মোঃ বদরুল হুদা সোহেল প্রমুখ। আলোচনায় বক্তারা মুজিবনগর সরকার গঠনের বিভিন্ন ঐতিহাসিক বিষয় নিয়ে আলোচনা করেন এবং শিক্ষার্থীদের মাঝে এর তাৎপর্য তুলে ধরেন।
এ সময় অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) চৌধুরী খায়রুল হাসান, আইন বিভাগের চেয়ারম্যান মহসিন খান, ব্যবসায় প্রশাসন বিভাগের চেয়ারম্যান জুয়েল চৌধুরী প্রমুখ। এছাড়া বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগের শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন ইংরেজী বিভাগের প্রভাষক মোঃ আবদুল্লাহ ভূঞা।